আবদুর রাহীম - খিলগাওঁ, ঢাকা
৫৬২০. Question
২০২০ সালের শেষের দিকে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। কিন্তু বিষয়টি আমরা আমাদের পরিবারের কাছে বলতে পারছিলাম না। আবার বিয়ে ছাড়া সম্পর্কটাকে এভাবে সামনে অগ্রসর হতে দেওয়াও ভালো মনে হচ্ছিল না। তাই আমি আমার বন্ধুদের নিয়ে কাজী অফিসে গিয়ে তাদের সাক্ষী রেখে উভয়ে কাবিন-নামায় স্বাক্ষর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কাবিন-নামায় স্বাক্ষর ছাড়া মৌখিক কোনো ইজাব-কবুল হয়নি আমাদের মাঝে। কারণ কাজী অফিসে যাওয়ার আগে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কি না? সে বলল, হাঁ। তাই আমরা তখন এ বিষয়ে আর কথা না বলে শুধু স্বাক্ষর করে কাবিননামা পূর্ণ করে নিই। পরবর্তীতে আমাদের পরিবার সব জানতে পেরে বিষয়টি মেনে নেয়। আগামী সপ্তাহে অনুষ্ঠান। আমাদের মসজিদের ইমাম সাহেব বিস্তারিত শুনে বললেন, আমাদের ঐ বিবাহ নাকি সহীহ হয়নি। নতুন করে আবার বিবাহ করতে হবে। জানতে চাই, উক্ত কথা কি সঠিক?
Answer
হাঁ, ইমাম সাহেব ঠিকই বলেছেন। আপনাদের উক্ত বিবাহ সহীহ হয়নি। কেননা বিবাহ সংঘটিত হওয়ার জন্য সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুল করা আবশ্যক। মৌখিক ইজাব-কবুল না করে শুধু কাবিননামায় স্বাক্ষর করার দ্বারা বিবাহ সম্পন্ন হয় না। তাই আপনাদের নতুন করে দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর আপনাদের এতদিনে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ অবৈধ ও হারাম হয়েছে। তাই আল্লাহর দরবারে উভয়কে তাওবা-ইস্তেগফার করতে হবে।
-ফাতহুল কাদীর ৩/১০২; আলবাহরুর রায়েক ৩/৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭০; রদ্দুল মুহতার ৩/১