Jumadal Akhirah 1443 || January 2022

সাজ্জাদ - সাভার

৫৬১৮. Question

গত বছর আমার চাচাত বোনের বিবাহ হয়। ছেলেদের বাড়ি রাজশাহী। তারা ঢাকায় থাকত। গত মাসে তারা সাবাই রাজশাহী চলে যায়। তাদের এলাকায় কাদিয়ানীরা খুব তৎপর। সেখানে যাওয়ার কিছুদিন পরই ছেলেটি কাদিয়ানীদের দ্বারা প্রভাবিত ও প্রলুব্ধ হয়ে ইসলামধর্ম ত্যাগ করে কাদিয়ানী হয়ে যায়। (নাউযুবিল্লাহ) সংবাদ পাওয়া মাত্রই আমার বোনকে সেখান থেকে নিয়ে আসা হয়। পরে এলাকার লোকজন এবং ছেলেটির পরিবার তাকে অনেক বুঝায় এবং বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যায়। দশ দিন পর অবশেষে গত সপ্তাহে সে তার ভুল বুঝতে পারে এবং পুনরায় ইসলামধর্ম গ্রহণ করে। অতঃপর আমার বোনকে নিতে আসে। হুজুরের কাছে জানতে চাই, এখন কি আমরা আমাদের বোনকে ঐ ছেলের সাথে দিয়ে দিতে পারব? বিস্তারিত জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ব্যক্তি কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে সে মুরতাদ ও কাফের হয়ে গিয়েছিল। আর তখনই আপনার বোনের সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এবং তারা একে-অপরের জন্য হারাম হয়ে গিয়েছে। সুতরাং ঐ ব্যক্তি পুনরায় ইসলাম গ্রহণের পর আপনার বোনকে নিতে চাইলে নতুন করে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।

-আলমাবসূত, সারাখসী ৫/৪৯; বাদায়েউস সানায়ে ২/৬৫৫; আলমুহীতুল বুরহানী ৪/১৯৫; ফাতহুল কাদীর ৩/২৯৬; আলবাহরুর রায়েক ৩/২১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩৯, ২/২৮৩; আলহীলাতুন নাজিযাহ, পৃ. ১৪৫

Read more Question/Answer of this issue