Jumadal Akhirah 1443 || January 2022

আবদুল কারীম - চাঁদপুর

৫৬১৬. Question

আমার ছেলে ঢাকার বড় এক মাদরাসায় পড়াশোনা করে। প্রতি বছরই আমি তার মাধ্যমে তার মাদরাসার গুরাবা ফান্ডে আমার যাকাতের টাকার কিছু অংশ দান করে থাকি। গত বছর রমযানের পর সে মাদরাসায় যাওয়ার সময় তার নিকট তার মাদরাসার গুরাবা ফান্ডের জন্য কিছু টাকা দিই। কিন্তু এবার সে মাদরাসায় পৌঁছার আগেই টাকাগুলো হারিয়ে ফেলে। জানতে চাই, এমতাবস্থায় কি আমার ওই টাকার যাকাত আদায় হয়েছে, নাকি তা পুনরায় আদায় করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ টাকার যাকাত আদায় হয়নি। তা পুনরায় আদায় করতে হবে। কেননা যাকাতদাতার প্রতিনিধির নিকট থেকে যাকাতের টাকা হারিয়ে গেলে তা লোকটির নিজের টাকা হারিয়েছে বলে ধর্তব্য হয়। মামার রাহ. বলেন-

عَنْ حَمّادٍ؛ فِي الرّجُلِ يَبْعَثُ بِصَدَقَتِهِ فَتَهْلِكُ قَبْلَ أَنْ تَصِلَ إلَى أَهْلِهَا، قَالَ : هِيَ بِمَنْزِلَةِ رَجُلٍ بَعَثَ إلَى غَرِيمِهِ بِدَيْنٍ، فَلَمْ يَصِلْ إلَيْهِ الْمَالُ حَتَّى هَلَكَ.

যে ব্যক্তি কারো মাধ্যমে যাকাতের সম্পদ যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির কাছে প্রেরণ করল, কিন্তু ওই ব্যক্তির কাছে যাকাতের অর্থ পৌঁছার আগেই তা খোয়া গেল। ওই ব্যক্তির যাকাতের হুকুম সম্পর্কে হাম্মাদ রাহ. বলেন, এটি ওই ব্যক্তির মত যে তার পাওনাদারের নিকট ঋণের অর্থ পাঠাল কিন্তু ওই অর্থ তার কাছে পৌঁছার আগেই খোয়া গেল। (অর্থাৎ এক্ষেত্রে যেমনিভাবে ওই ব্যক্তির ঋণ আদায় হয়নি

তেমনিভাবে পূর্বোক্ত ব্যক্তির যাকাতও আদায় হবে না)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৯১)

-ফাতাওয়া খানিয়া ১/২৬৩; আলমুহীতুল বুরহানী ৩/২১৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৭৯; আলবাহরুর রায়েক ২/২১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮২; আদ্দুররুল মুখতার ২/২৭০

Read more Question/Answer of this issue