Jumadal Akhirah 1443 || January 2022

মুহাম্মাদ হেলাল - কুমিল্লা

৫৬১৩. Question

কয়েকদিন আগে বাড়ি থেকে আসার পথে মাগরিবের নামাযের সময় হয়ে যায়। তার কিছুক্ষণ পরে ফিলিং স্টেশনে বাস থামলে পাশের একটি মসজিদে আমি মাগরিবের নামায শুরু করি। দুই রাকাত নামায পড়ার পর তৃতীয় রাকাতে দাঁড়াতেই বাসের হর্ন বাজলে গাড়ি ছেড়ে দেবে মনে করে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়ে দ্রুত রুকু-সিজদা এবং তাশাহহুদ পড়ে নামায শেষ করি। মুহতারামের নিকট জানার বিষয় হল, সূরা ফাতিহা পড়া ছাড়া আমার এই নামায কি সঠিক হয়েছে? না দ্বিতীয় বার পড়তে হবে?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায সহীহভাবে আদায় হয়েছে। তা পুনরায় পড়তে হবে না। কেননা মাগরিবের শেষ রাকাতে সূরা ফাতিহা পড়া মুস্তাহাব। আর শেষ বৈঠকে দুরূদ শরীফ ও দুআয়ে মাছূরা পড়া সুন্নত। স্বাভাবিক অবস্থায় এগুলো ছাড়া যায় না। কিন্তু গাড়ি ছেড়ে যাওয়ার ওজর কিংবা এ ধরনের অন্য কোনো ওজরের ক্ষেত্রে এই মুস্তাহাব ও সুন্নত ছেড়ে দেওয়ার অবকাশ আছে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৭৬৩; কিতাবুল আছল ১/১৩৮; আলমুহীতুল বুরহানী ২/৩৯; বাদায়েউস সানায়ে ১/২৯৫; ফাতহুল কাদীর ১/৩৯৫; হালবাতুল মুজাল্লী ২/১৮২; তাবয়ীনুল হাকায়েক ১/২৭৬; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৯

Read more Question/Answer of this issue