সাব্বির আহমেদ - দুপচাঁচিয়া, বগুড়া
৫৬১২. Question
মোবাইল ফোন ইত্যাদিতে কুরআন তিলাওয়াতের রেকর্ড শ্রবণকালে যদি কেউ সিজদার আয়াত শোনে তাহলে সিজদা ওয়াজিব হবে কি?
Answer
মোবাইল ইত্যাদিতে রেকর্ড থেকে সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। অবশ্য এ ক্ষেত্রে কেউ সিজদা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি সম্প্রচার (লাইভ) থেকে সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে।
-বাদায়েউস সানায়ে ১/৪৪০; ফাতহুল কাদীর ১/৪৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; আলবাহরুর রায়েক ২/১১৯; রদ্দুল মুহতার ২/১০৮