Jumadal Akhirah 1443 || January 2022

মুহাম্মাদ আলআমীন - সিলেট

৫৬১১. Question

আমি গতকাল আসরের নামাযের জন্য মসজিদে যাই। দূর থেকে দেখি, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। আমি তাড়াহুড়া করে গিয়ে দাঁড়িয়ে তাকবীর বলে রুকুতে যাই। তবে তাকবীর বলার সময় হাত উঠাতে ভুলে যাই। এখন আমার জানার বিষয় হল, তাকবীরে তাহরীমা বলার সময় হাত না উঠানোর কারণে আমার নামায কি বাতিল বলে গণ্য হবে?

Answer

নামাযে তাকবীরে তাহরীমা বলা ফরয। আর এ সময় কান পর্যন্ত হাত উঠানো  সুন্নত। তাকবীর বলার সময় হাত না উঠালেও নামায হয়ে যায়। তাই আপনার উক্ত নামায সহীহ হয়েছে।

উল্লেখ্য, নামাযে যাওয়ার সময় তাড়াহুড়া করা বা দৌড়ে যাওয়া উচিত নয়। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ، عَلَيْكُمُ السّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمّوا.

নামাযের ইকামত হয়ে গেলে তোমরা দৌড়ে এসো না; বরং হেঁটে হেঁটে আসবে। তোমাদের উচিত, শান্তভাবে, স্বাভাবিক গতিতে আসা। তারপর যতটুকু ইমামের সাথে পাবে তা আদায় করবে। আর যা ছুটে যাবে ইমামের সালামের পর আদায় করবে। (সহীহ বুখারী, হাদীস ৯০৮)

-আলমুহীতুল বুরহানী ২/৩০; বাদায়েউস সানায়ে ১/৪৬৫; শরহুল মুনইয়া, পৃ. ২৯৮; ফাতহুল কাদীর ১/২৪৪; আলবাহরুর রায়েক ১/৩০২; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৩; আদ্দুররুল মুখতার ১/৪৭৪

Read more Question/Answer of this issue