Jumadal Akhirah 1443 || January 2022

আহমাদ - ঢাকা

৫৬১০. Question

আমি গতকাল একা একা ফজরের নামায আদায় করি। ফজরের দ্বিতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহা না পড়েই কেরাত পড়ে ফেলি। তাশাহহুদের সময় তা স্মরণ হয়। ফলে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করি। এখন আমার জানার বিষয় হল, আমার উক্ত নামায সহীহ হয়েছে, নাকি পুনরায় পড়তে হবে?

Answer

হাঁ, উক্ত নামায সহীহ হয়েছে। সূরা ফাতিহা ভুলে ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। যেহেতু সাহু সিজদার সাথে নামায শেষ করেছেন তাই সেটি আদায় হয়ে গেছে।

-মুখতাসারুত তাহাবী, পৃ. ৩০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩; আলহাবিল কুদসী ১/১৯০; আলবাহরুর রায়েক ২/৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আননাহরুল ফায়েক ১/৩২৩

Read more Question/Answer of this issue