Jumadal Akhirah 1443 || January 2022

আবদুর রহমান - ফরিদপুর

৫৬০৭. Question

গত কয়েকদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব সিঁড়ি থেকে পড়ে ব্যথা পান। তারপর ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেন। এখন ইমাম সাহেব ঐ ব্যান্ডেজের উপর মাসেহ করে নামায পড়ান। আমার জানার বিষয় হল, উক্ত ইমাম সাহেবের পেছনে আমাদের ইকতেদা করতে কি কোনো সমস্যা আছে?

Answer

ব্যান্ডেজের উপর মাসেহকারীর পেছনে ইকতেদা করা জায়েয। তাই উক্ত ইমামের পেছনে ইকতেদা করা যাবে।

-তাবয়ীনুল হাকায়েক ১/৩৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৪; আলবাহরুর রায়েক ১/৩৬৩; আননাহরুল ফায়েক ১/২৫৪

Read more Question/Answer of this issue