মুহাম্মাদ রিদওয়ান - ঢাকা
৫৬০৫. Question
গতকাল মাগরিবের নামাযের জন্য ওযু করতে বসি। ওযু অবস্থায় জামাত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হয়। তখন আমি দ্রুত ওযু করতে গিয়ে মাথা মাসেহ করার আগেই পা ধুয়ে ফেলি। পরে মাথা মাসেহ করি। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত ওযু সহীহ হয়েছে, নাকি পুনরায় করতে হবে?
Answer
আপনার উক্ত ওযু শুদ্ধ হয়েছে। তবে মাথা মাসেহ করার পূর্বে পা ধোয়ার কারণে সুন্নাতের খেলাফ হয়েছে। ভবিষ্যতে ওযুর কাজগুলো সুন্নত অনুযায়ী করার প্রতি যত্নবান হবেন। আর ওযুতে তাড়াহুড়া করা ঠিক নয়। ওযু যথাযথ ও পরিপূর্ণভাবে করার ব্যাপারে হাদীসে তাকীদ এসেছে।
-কিতাবুল আছল ১/২৪; মুখতাসারুত তাহাবী, পৃ. ১৮; বাদায়েউস সানায়ে ১/১১২; তাবয়ীনুল হাকায়েক ১/৪১; শরহুল মুনইয়া, পৃ. ২৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২০