খুবাইব - মিরপুর, ঢাকা
৫৬০৪. Question
আমার চোখে এলার্জির সমস্যা আছে। চোখের ভেতর পানি গেলে খুব চুলকায়। এজন্য ডাক্তার চোখের ভেতর পানি প্রবেশ করাতে নিষেধ করেছেন।
মুহতারামের কাছে আমি জানতে চাই যে, চেহারা ধোয়ার সময় যদি চোখের ভেতর পানি প্রবেশ না করিয়ে শুধু উপরের অংশ ধৌত করি তাহলে কি আমার ওযু হয়ে যাবে? জানালে উপকৃত হব।
Answer
ওযুতে চেহারা ধোয়ার সময় চোখের ভেতর পানি পৌছানোর বিধান নেই। সুতরাং সাধারণ অবস্থাতেও চোখের ভেতর পানি প্রবেশ করাতে হয় না। চোখের পাতার উপর ও আশ পাশ বাহিরের অংশ যেন শুকনো না থাকে সেদিকে লক্ষ্য রেখে চেহারা ধৌত করলেই চলবে।
-আলমাবসূত, সারাখসী ১/৬; আলমুহীতুল বুরহানী ১/১৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/২১; আলইখতিয়ার ১/৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪; আলবাহরুর রায়েক ১/১১