Jumadal Ula 1443 || December 2021

আবদুর রহমান - শেরপুর

৫৬০৩. Question

আমাদের এলাকায় মৌসুমি ফলগুলো মোটামুটি বড় হওয়ার পর পাইকারদেরকে খবর দেওয়া হয়। পাইকাররা এসে তখন গাছে কী পরিমাণ ফল আছে তা অনুমান করে ঐ সময়ের বাজারদর অনুযায়ী ফলগুলোর একটি মূল্য নির্ধারণ করে সেগুলো কিনে নেয় এবং বায়না হিসেবে কিছু টাকা গাছের মালিককে দিয়ে যায়। এলাকার প্রচলন অনুযায়ী পাইকাররা তখনই ফলগুলো পেড়ে নেয় না; বরং পরিপক্ব হওয়া পর্যন্ত সেগুলো গাছেই থাকে। এরপর ধীরে ধীরে তারা ফলগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে এবং গাছের মালিককে তার পূর্ণ টাকা পরিশোধ করে দেয়। এক্ষেত্রে আকস্মিক কোনো দুর্ঘটনা- যেমন ফল পড়ে যাওয়া, পোকা ধরা, দাম কমে যাওয়া ইত্যাদির কারণে যদি পাইকারদের লসও হয় তবুও তারা গাছেল মালিককে পূর্ণ টাকা প্রদান করে থাকে।

হুজুরের কাছে জানার বিষয় হল, আমাদের এলাকার উক্ত ফল বিক্রয় প্রক্রিয়াটি বৈধ কি না? সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে পাইকাররা যেহেতু গাছে ফল আসার পর তা দেখে ক্রয় করে এবং চুক্তির সময় পরিপূর্ণ হওয়া পর্যন্ত রেখে দেওয়ার শর্ত করা হয় না, তাই উক্ত পদ্ধতিতে ফল বিক্রি করা জায়েয। এক্ষেত্রে ক্রয়-বিক্রয় সম্পাদিত হওয়ার পর বিক্রেতার অনুমতি সাপেক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত খরিদকৃত ফল গাছে রেখে দিতেও অসুবিধা নেই।

-আলমাবসূত, সারাখসী ১২/১৯৫; আলমুহীতুল বুরহানী ৯/৩১১; ফাতহুল কাদীর ৫/৪৯০; ফাতাওয়া হিন্দিয়া ৩/১০৬; আলবাহরুর রায়েক ৫/৩০৩; আদ্দুররুল মুখতার ৪/৫৫৬

Read more Question/Answer of this issue