Jumadal Ula 1443 || December 2021

সিফাত - রামপুরা, ঢাকা

৫৬০০. Question

কিছুদিন  আগে আমার এক বন্ধু নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে কিছু খাবার আনতে বলে এবং সেগুলোর মূল্য বাবদ ৪৫০ টাকা প্রদান করে। আমি সরাসরি রেস্টুরেন্টে না গিয়ে ফুডপাণ্ডার মাধ্যমে খাবার অর্ডার করি। ফুডপাণ্ডার পক্ষ থেকে ৮০ টাকা মূল্যছাড় দেয়া হয়। যার কারণে খাবারগুলো কিনতে ৩৭০ টাকা খরচ হয়। প্রশ্ন হল, অবশিষ্ট ৮০ টাকা কি আমি রেখে দিতে পারব, নাকি বন্ধুকে ফেরত দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ফুডপাণ্ডার পক্ষ থেকে যে ৮০ টাকা ডিসকাউন্ট পেয়েছেন তার মালিক আপনার উক্ত বন্ধুই। তার অনুমতি ছাড়া আপনি এ টাকা থেকে কিছুই নিতে পারবেন না। কেননা আপনি কেবলমাত্র ক্রয় প্রতিনিধি। মূল্য কম হোক বা বেশি- এর সবকিছুই মূল ক্রেতার সাথেই সম্পৃক্ত হবে। অতএব আপনার কর্তব্য হচ্ছে, টাকাটা আপনার বন্ধুকে ফিরিয়ে দেওয়া।

-কিতাবুল আছল ১১/২৮৮; ফাতাওয়া খানিয়া ৩/২৬; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৪/৩৫৩; আলবাহরুর রায়েক ৭/১৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮

Read more Question/Answer of this issue