Jumadal Ula 1443 || December 2021

জাবের হাসান - কুমিল্লা

৫৫৯৯. Question

কিছুদিন আগে এক দোকান থেকে ৬০০ টাকায় একটি ছোট ওয়ারড্রোব ক্রয় করি। বাসায় নিয়ে আসার পর দেখি, একটি ড্রয়ারের এক পাশের প্লাস্টিক কিছুটা ফাটা। আমি দোকানদারকে বিষয়টি জানালে তিনি বললেন, আপনাকে ১০০ টাকা দিয়ে দিচ্ছি আপনি ওয়ারড্রোবটি রেখে দিন। আমি তখন ১০০ টাকা নিয়ে ওয়ারড্রোবটি নিজের কাছে রেখে দিই। হুজুরের কাছে জানার বিষয় হল, আমার জন্য কি ১০০ টাকা ফেরত নেয়া জায়েয হয়েছে? এক হুজুর বলেছেন, পণ্যে ত্রুটি পাওয়ার কারণে বিক্রেতা থেকে ক্ষতিপূরণ নেয়া যাবে না; বরং হয়ত পণ্য ফেরত দিতে হবে কিংবা পূর্ণ মূল্যে তা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।

Answer

পণ্যে ত্রুটি পাওয়ার কারণে বিক্রেতা স্বেচ্ছায় কিছু টাকা ফেরত দিলে তা মূল্যহ্রাস হিসেবে ধর্তব্য হয়। আর বিক্রেতা মূল্যহ্রাস করলে ক্রেতার জন্য তা গ্রহণ করা জায়েয। সুতরাং আপনার জন্য ওয়ারড্রোবটি নিজের কাছে রেখে বিক্রেতা থেকে ১০০ টাকা ফেরত নেয়া জায়েয হয়েছে। আর প্রশ্নে উল্লেখিত বক্তব্য বিক্রেতা স্বেচ্ছায় ফেরত না দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে পণ্য নিজের কাছে রেখে বিক্রেতাকে কিছু টাকা ফেরত দিতে বাধ্য করা যাবে না; বরং পণ্য ফেরত দিয়ে পূর্ণ মূল্য ফেরত নেবে। কিংবা পূর্ণ মূল্যে পণ্যটি গ্রহণ করবে। আর বিক্রেতা স্বেচ্ছায় কিছু টাকা ফেরত দিলে তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই।

-কিতাবুল আছল ১১/১৭০; আলমুহীতুল বুরহানী ১০/১৬৭; ফাতহুল কাদীর ৬/৪; আলবাহরুর রায়েক ৬/৬৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৯৭

Read more Question/Answer of this issue