Jumadal Ula 1443 || December 2021

নাজমুল হুদা - আশুলিয়া, ঢাকা

৫৫৯৮. Question

এক মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। তখন ছেলেটি তাকে বিবাহের জন্য বললে মেয়েটি রাজি হয়ে যায় এবং তারা দুজন মিলে একটি কাগজে স্বাক্ষর করে। যাতে উভয়ের পিতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ এবং এক লক্ষ বিশ হাজার টাকা মোহর নির্ধারিত ছিল। কিন্তু ঐসময় তাদের মাঝে সাক্ষী উপস্থিত ছিল না। ঐ কাগজটি পরবর্তীতে কোনো কারণে হারিয়ে যায়। কিন্তু ছেলেটি কয়েকজনের মাঝে এই বিষয়টি উল্লেখ করে বলেছে যে, আমি অমুককে এভাবে বিয়ে করেছি। কিন্তু উক্ত স্বীকারোক্তিমূলক মজলিসে মেয়েটি কিংবা উক্ত স্বাক্ষরকৃত কাগজ কোনোটি উপস্থিত ছিল না। মেয়েটির পরিবার মেয়েটির জন্য ছেলে খুঁজছে। কিন্তু ছেলেটির দাবি, তার সাথে মেয়েটির বিবাহ হয়ে গেছে।

এখন মেয়েটি জানতে চাচ্ছে, ইসলামী শরীয়া অনুযায়ী কি তাদের বিবাহ হয়ে গিয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের বিবাহ সংঘটিত হয়নি। শুধু কাগজে স্বাক্ষর করার দ্বারা বিবাহ সম্পন্ন হয় না; বরং বিবাহ সংঘটিত হওয়ার জন্য শরীয়তের নির্ধারিত শর্তাদি পালন করতে হয়। সুতরাং উক্ত ক্ষেত্রে যেহেতু তাদের মধ্যে কোনো বিবাহ হয়নি, তাই মেয়েটির পরিবার মেয়েটিকে অন্যত্র বিবাহ দিতে পারবে। এতে কোনো সমস্যা নেই।প্রকাশ থাকে যে, বিবাহের পূর্বে বেগানা ছেলে-মেয়ের পরস্পর ঘনিষ্ঠতা সম্পূর্ণ নাজায়েয ও মারাত্মক গুনাহের কাজ।

-ফাতহুল কাদীর ৩/১০২; আলবাহরুর রায়েক ৩/৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭০; আদ্দুররুল মুখতার ৩/১২

Read more Question/Answer of this issue