ফাতেমা বুশরা - ভৈরব
৫৫৯৬. Question
এক মাস আগে আমার স্বামী আমাকে এক তালাকে রজয়ী প্রদান করেন। তারপর আমার ইদ্দত চলা অবস্থায় তিন সপ্তাহের মাথায় আমার স্বামী ইন্তেকাল করেন। জানার বিষয় হল, আমি মাসিক হিসেবে তালাকের যে ইদ্দত পালন করছিলাম সেই হিসেবেই ইদ্দত পুরা করব, নাকি মৃত্যুর ইদ্দত (চার মাস দশ দিন) পালন করব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামীর ইন্তেকালের কারণে আপনার তালাকের ইদ্দত বাতিল হয়ে গেছে। তাই আপনাকে স্বামীর মৃত্যুর পুরো ইদ্দত পালন করতে হবে। অর্থাৎ স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন ইদ্দত অবস্থায় থাকতে হবে।
-কিতাবুল আছল ৪/৪১২; আলমাবসূত, সারাখসী ৬/৩৯; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; ফাতাওয়া বায্যাযিয়া ৪/২৫৮; ফাতহুল কাদীর ৪/১৪২; আলবাহরুর রায়েক ৪/১৩৬; রদ্দুল মুহতার ৩/৫১৩