Jumadal Ula 1443 || December 2021

আবু উবায়দা - ফরিদপুর

৫৫৯৩. Question

আমি মাঝে মাঝে নামাযের বৈঠকে তাশাহহুদের সময় ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি।

মুহতারামের নিকট জানতে চাই, এ ভুলের কারণে কি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে?

Answer

হাঁ, তাশাহহুদের আগে ভুলে সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।

প্রকাশ থাকে  যে, নামায মনোযোগের সাথে আদায় করা উচিত। একই ভুল বারবার হতে থাকা উদাসীনতার লক্ষণ। খুশু-খূজুর সাথে নামায আদায়ের ব্যাপারে কুরাআন-হাদীসে বিশেষ তাকীদ এসেছে।

-আলমুহীতুল বুরহানী ২/৩১৩; ফাতাওয়া খানিয়া ১/১২১; ফাতহুল কাদীর ১/৪৩৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৭; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০; আলবাহরুর রায়েক ২/৯৭

Read more Question/Answer of this issue