Jumadal Ula 1443 || December 2021

আফফান সিদ্দীক - রাজৈর, মাদারীপুর

৫৫৮৭. Question

আমি নামাযে প্রায়ই সূরা ফাতিহা পড়ার পরে দ্বিধায় পড়ে যাই যে, সূরা ফাতিহা পড়ার পূর্বে তো আউযূবিল্লাহ’ ‘বিসমিল্লাহপড়েছি, এখন কেরাত পড়ার পূর্বে পুনরায় বিসমিল্লাহপড়তে হবে কি না? মাসআলা জানা না থাকায় কখনো বিসমিল্লাহপড়ি, কখনো পড়ি না।

মুফতী সাহেবের নিকট এক্ষেত্রে সঠিক সমাধান জানতে চাই।

Answer

নামাযের সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহপড়া উত্তম। তবে সূরার শুরু থেকে না পড়ে মাঝ থেকে পড়লে বিসমিল্লাহনা পড়লেও চলবে। অবশ্য সর্বক্ষেত্রেই সূরা মিলানের সময় বিসমিল্লাহছুটে গেলে নামাযের ক্ষতি হবে না।

-বাদায়েউস সানায়ে ১/৪৭৮; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৩; শরহুল মুনইয়া, পৃ. ৩০৮; আলবাহরুর রায়েক ১/৩১২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৪২; রদ্দুল মুহতার ১/৪৯০

Read more Question/Answer of this issue