সালেহ আহমাদ - বি.বাড়িয়া
৫৫৮৫. Question
কিছুদিন আগে একবার আমার ফজরের নামায কাযা হয়ে যায়। কিন্তু আমি তা ভুলে যাই এবং ঐ দিন যোহরের নামায পড়ার পর আমার তা মনে পড়ে। পরে আমি শুধু ফজরের নামাযের কাযা পড়ে নিই। কারণ আমি কোথাও পড়েছিলাম, কাযা নামাযের কাথা স্মরণ না থাকলে কাযা নামায না পড়ে কোনো ওয়াক্তিয়া নামায পড়লে ওয়াক্তিয়া নামায সহীহ হয়ে যায়; এক্ষেত্রে কাযা নামাযের সঙ্গে ওয়াক্তিয়া নামায পুনরায় পড়া আবশ্যক হয় না। মুহতারামের কাছে আমি জানতে চাচ্ছি, আমার উক্ত আমল কি সহীহ হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে তখন শুধু ফজর পড়ে আপনি ঠিকই করেছেন। কাযা নামাযের কথা স্মরণ না থাকায় যোহরের নামায সহীহভাবেই আদায় হয়েছিল। আপনার জানা মাসআলা সহীহ।
উল্লেখ্য, এক্ষেত্রে উক্ত কাযা নামাযের কথা স্মরণ হওয়ার পর আবার তরতীব ফিরে আসবে এবং পরবর্তী ওয়াক্তিয়া নামায পড়ার আগেই কাযা পড়ে নেওয়া ওয়াজিব হয়ে যায়।
-কিতাবুল আছল ১/১২৯; আলমাবসূত, সারাখসী ১/১৫৪; ফাতাওয়া খানিয়া ১/১০৯; শরহুল মুনইয়া, পৃ. ৫৩১; আলবাহরুর রায়েক ২/৮৩