মুহাম্মাদ সেলিম - যাত্রাবাড়ি, ঢাকা
৫৫৮৩. Question
একদিন আসরের নামাযের জন্য মসজিদে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পাই। আমি তখন তাড়াহুড়ার কারণে রুকুতে যেতে যেতে তাকবীরে তাহরীমা বলি এবং রুকুতে যাওয়ার পর আমার তাকবীরে তাহরীমা শেষ হয়। তখন এ বিষয়টি নিয়ে আমার মনে খটকা দেখা দেয়। তাই রুকু থেকে দাঁড়িয়ে আবার তাকবীরে তাহরীমা বলে নামাযে শরীক হই।
মুহতারামের নিকট আমার প্রশ্ন হল, প্রথম দফায় কি আমার তাকবীরে তাহরীমা সহীহ হয়েছিল?
Answer
না, আপনার প্রথমবার তাকবীরে তাহরীমা বলা সহীহ হয়নি। কেননা পূর্ণ তাকবীরে তাহরীমা দাঁড়ানো অবস্থায় কিংবা দাঁড়ানোর কাছাকাছি থাকা অবস্থায় সম্পন্ন হওয়া জরুরি। কিন্তু যদি এর চেয়ে বিলম্ব হয়ে যায় এবং রুকুর কাছাকাছি চলে যাওয়ার পর শেষ হয় তাহলে তা সহীহ হবে না। যেহেতু প্রথমবার আপনার তাকবীরে তাহরীমা রুকুতে গিয়ে শেষ হয়েছে তাই তা সহীহ হয়নি। তাকবীরে তাহরীমা যেহেতু সহীহ হয়নি তাই আপনার নামায শুরু করাও সহীহ হয়নি। সুতরাং আপনি পুনরায় দাঁড়িয়ে নতুন করে তাকবীরে তাহরীমা বলে ঠিকই করেছেন। তবে এক্ষেত্রে আপনি উক্ত রাকাত পাননি। তাই ইমামের সালামের পর ঐ রাকাত আদায় করে নেওয়া আবশ্যক।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯০; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৩২; ফাতাওয়া খানিয়া ১/৯৬; আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৪৯; হালবাতুল মুজাল্লী ২/৫৯; শরহুল মুনইয়া, পৃ. ২৮০