সাজ্জাদ হুসাইন - বরিশাল
৫৫৮১. Question
আমাদের মসজিদের ইমাম সাহেব গতকাল এশার নামাযে শেষ বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যান। কিন্তু রুকুতে যাওয়ার আগেই তিনি বৈঠকে ফিরে আসেন এবং সাহু সিজদা দিয়ে স্বাভাবিকভাবে নামায শেষ করেন। মুসল্লীদের কেউ কেউ বলাবলি করছিল, শেষ বৈঠক তো ফরয ছিল। সুতরাং ফরয ছেড়ে দেওয়ার কারণে সাহু সিজদার মাধ্যমে নামায সহীহ হয়নি। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, উক্ত নামাযটি কি আসলেই সহীহ হয়নি?
Answer
উক্ত নামায সহীহ হয়েছে। যারা বলেছে, সহীহ হয়নি তাদের কথা ঠিক নয়। কেননা, এক্ষেত্রে শেষ বৈঠক ছুটে যায়নি; বরং বিলম্বে আদায় হয়েছে। আর বিলম্বের কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সুতরাং সাহু সিজদা করার কারণে উক্ত নামায সহীহভাবে আদায় হয়েছে।
প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে পঞ্চম রাকাতের সিজদা করে ফেললে শেষ বৈঠক ছেড়ে দেয়া সাব্যস্ত হতো। সেক্ষেত্রে সাহু সিজদা যথেষ্ট হতো না; বরং পুনরায় নামায আদায় করতে হতো।
-কিতাবুল আছল ১/২২৯; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শহীদ, পৃ. ১৭৫; আলমুহীতুল বুরহানী ২/৩১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮০; আদ্দুররুল মুখতার ২/৮৫