Jumadal Ula 1443 || December 2021

ফাহীম - নেত্রকোণা

৫৫৮০. Question

গত জুমায় আমি পাগড়ি পরে নামায পড়ি। সিজদার সময় শুধু পাগড়ির প্যাঁচের উপর সিজদা করি। যমীনে আমার কপাল লাগেনি। মুহতারামের কাছে জানতে চাই, আমার উক্ত নামাযের হুকুম কী?

Answer

পাগড়ির  প্যাঁচ যদি কপালের উপর থাকে আর সিজদা করার সময় লেগে থাকে তাহলে আপনার নামায সহীহ হয়ে গেছে। তবে বিনা ওযরে যমীনে কপাল না লাগিয়ে পাগড়ির প্যাঁচের উপর সিজদা করা মাকরূহ।

উল্লেখ্য, পাগড়ির প্যাঁচ যদি কপাল থেকে উপরে মাথার অংশে থাকে আর সিজদার সময় যমীনে কপাল একদমই না লাগে তাহলে সিজদাই সহীহ হবে না। তাই এমনটি হলে নামায সহীহ হবে না।

-আলমুহীতুল বুরহানী ২/৮৩, ১৪১; হালবাতুল মুজাল্লী ২/৭৩; আলইখতিয়ার ১/১৭৮; তাবয়ীনুল হাকায়েক ১/৩০৪; ফাতহুল কাদীর ১/২৬৫; আলবাহরুর রায়েক ১/৩১৯

Read more Question/Answer of this issue