ফাহিম - বগুড়া সদর
৫৫৭৭. Question
আমরা একটি ভাড়া বাসায় থাকি। সেখানে ছারপোকার খুবই উপদ্রব। একদিন ঘুম থেকে উঠে ফজরের নামায আদায় করি। নামাযের পর প্রচণ্ড গরমের কারণে গেঞ্জি খুলি। তখন দেখি, গেঞ্জির কয়েক জায়গায় ছারপোকার রক্তের ছাপ লেগে আছে। তাই এখন মুহতারামের নিকট জানার বিষয় হল, ছারপোকার রক্ত পাক নাকি নাপাক? তা কাপড়ে লেগে থাকা অবস্থায় নামায সহীহ হয়েছে কি না? জানালে উপকৃত হব।
Answer
ছারপোকার রক্ত নাপাক নয়। একাধিক ছারপোকা থেকে বেশি পরিমাণ রক্ত লেগে গেলেও কাপড় নাপাক হবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে গেঞ্জিতে ছারপোকার রক্ত লেগে থাকলেও আপনার নামায সহীহ হয়েছে। তবে নামাযের আগে এজাতীয় রক্ত বা ময়লা লেগে থাকার কথা জানতে পারলে যথাসম্ভব ধুয়ে নেওয়া ভালো।
-কিতাবুল আছল ১/৫৪; আলমাবসূত, সারাখসী ১/৮৬; বাদায়েউস সানায়ে ১/১৯৫; ফাতাওয়া খানিয়া ১/১৯; আলবাহরুর রায়েক ১/২২৯; হালবাতুল মুজাল্লী ১/৫৪২; আদ্দুররুল মুখতার ১/৩২০