Jumadal Ula 1443 || December 2021

মুহাম্মাদ আব্দুল্লাহ - ঢাকা

৫৫৭৫. Question

আমি শীতকালে চামড়ার মোজা পরিধান করি। আমার জানার বিষয় হল, মোজার উপর মাসাহের সময়সীমা কখন শুরু হয় এবং কখন শেষ হয়? বিষয়টিতে আমার সংশয় রয়েছে। তাই এর সমাধান জানতে চাই।

Answer

অযু অবস্থায় মোজা পরার পর অযু ভঙ্গ হওয়ার সময় থেকে মোজার উপর মাসাহের সময় শুরু হয়। আর মোজার উপর মাসাহের সময়সীমা মুকিমের জন্য এক দিন এক রাত (২৪ ঘণ্টা) এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত (৭২ ঘণ্টা)। হাদীস শরীফে এসেছে, হযরত আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

جَعَلَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ ثَلَاثَةَ أَيّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহের সময়সীমা নির্ধারণ করেছেন- মুসাফিরের জন্য তিন দিন তিন রাত আর মুকিমের জন্য এক দিন এক রাত। (সহীহ মুসলিম, হাদীস ২৭৬)

-কিতাবুল আছল ১/৭৩; আলমাবসূত, সারাখসী ১/৯৯; আলমুহীতুল বুরহানী ১/৩৫১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭; শরহুল মুনইয়া, পৃ. ১০৭; আলবাহরুর রায়েক ১/২৯৮

Read more Question/Answer of this issue