Rabiul Akhir 1443 || November 2021

জাহিদুল ইসলাম - ডেমরা, ঢাকা

৫৫৭৩. Question

কয়েকদিন আগে কিছু সমস্যার সম্মুখীন হয়ে পাঁচটি পৃথক কসম করেছিলাম। এর মধ্যে তিনটি কসম রক্ষা করতে পেরেছি। কিন্তু দুটি কসম ভঙ্গ করে ফেলেছি। এখন আমার প্রত্যেকটির জন্য কি আলাদা আলাদা কাফফারা দিতে হবে, নাকি একটি কাফফারা দিলেই হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে প্রত্যেক কসম ভঙ্গের কারণে ভিন্ন ভিন্ন কাফফারা আদায় করতে হবে। এক্ষেত্রে একাধিক কসম ভঙ্গের জন্য একটি কাফফারা আদায় করা যথেষ্ট হবে না।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৬০৬৪; আলমাবসূত, সারাখসী ৮/১৫৭; আলমুহীতুল বুরহানী ৬/৭৮; আলবাহরুর রায়েক ৪/২৯১; আদ্দুররুল মুখতার ৩/৭১৪

Read more Question/Answer of this issue