আমিরুল ইসলাম - ত্রিশাল, ময়মনসিংহ
৫৫৭১. Question
আমি একটি সরকারি অফিসে চাকরি করতাম। গত দুই সপ্তাহ আগে আমার চাকরি চলে যায়। তখন আমি মান্নত করেছিলাম, আগামী বিশ দিনের ভেতর যদি আমার নতুন চাকরি হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল সদকা করব। আল্লাহর রহমতে এখন একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে। ওদিকে আমার এক দরিদ্র আত্মীয় কিছুদিন আগে আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি চাচ্ছি যে, তাকে একটা ছাগলের মূল্য পরিমাণ টাকা মান্নত আদায়ের নিয়তে দিয়ে দিব। জানার বিষয় হল, আমার এই কাজ কি সহীহ হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছাগল না দিয়ে উক্ত আত্মীয়কে (যদি সে যাকাত গ্রহণের যোগ্য হয়) এক বছর বয়সী একটি ছাগলের মূল্য দিলেও আপনার মান্নত আদায় হয়ে যাবে।
-মুখতারাতুন নাওয়যিল ২/২৪৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; ফাতহুল কাদীর ২/১৪৪; আলবাহরুর রায়েক ৫/২৪৭; আদ্দুররুল মুখতার ২/৩৪০