মাহফুযুর রহমান - যশোর
৫৫৬৯. Question
ছোট বেলায় আমার মামাতো বোন আর আমি একসঙ্গে আমার আম্মুর দুধ পান করেছি। মামির কোনো ছেলে নেই। তাই তিনি আমাকে ছোট বেলা থেকেই নিজের ছেলের মত আদর করতেন এবং এই উদ্দেশ্যেই তার মেয়েকে আমার সাথে আমার আম্মুর দুধ পান করিয়েছেন। যাতে আমি বড় হলেও তার সামনে যেতে পারি। কিন্তু আমি নিজে মামির দুধ পান করিনি। এখন আমি কি আমার মামির সাথে এই কারণে দেখা করতে পারব?
Answer
আপনার মামাতো বোন আপনার মায়ের দুধ পান করার কারণে সে আপনার দুধ বোন হয়েছে। কিন্তু এ কারণে তার মা অর্থাৎ আপনার মামির সাথে আপনার দুধ সম্পর্ক স্থাপিত হয়নি। তাই এক্ষেত্রে মামাতো বোন মাহরাম হলেও তার মা আপনার মাহরাম নয়। সুতরাং তার সাথে আপনার পর্দা আবশ্যক।
-আলমুহীতুল বুরহানী ৪/৯৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬২; ফাতহুল কাদীর ৩/৩১১; আলবাহরুর রায়েক ৩/২২৩; রদ্দুল মুহতার ৩/২১৪