Rabiul Akhir 1443 || November 2021

রাশেদ - বারিধারা

৫৫৬৮. Question

আমরা বারিধারায় থাকি। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী একটি পরিবারের সকলে (স্বামী-স্ত্রী ও তিন ছেলে মেয়ে) খ্রিস্টান হয়ে গিয়েছিল। তখন আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করি। দীর্ঘ সময় বুঝানোর পর তারা আবার ইসলাম ধর্মে ফিরে আসে। এতে কি তাদের পূর্বের বিবাহ সম্পর্ক বহাল থাকবে? যদি না থাকে তাহলে তাদের ব্যাপারে এখন করণীয় কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু তারা পরিবারের সকলে একইসঙ্গে খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং পরে আবার তওবা করে সকলে একসাথেই ইসলামে ফিরে এসেছে, তাই তাদের পূর্বের বিবাহ বহাল আছে। এখন তারা পূর্বের ন্যায় দাম্পত্য সম্পর্ক চালিয়ে যেতে পারবে। পূণরায় বিবাহের প্রয়োজন নেই।

-মুখতাসারুত তাহাবী, পৃ. ২৫৮; আলমাবসূত, সারাখসী ৫/৪৯; বাদায়েউস সানায়ে ২/৬৫৬; আলমুহীতুল বুরহানী ৪/১৯৫; ফাতহুল কাদীর ৩/২৯৮; আলবাহরুর রায়েক ৩/২১৬; আদ্দুররুল মুখতার ৩/১৯৬

Read more Question/Answer of this issue