Rabiul Akhir 1443 || November 2021

আযীযুর রাহমান - বারিধারা, ঢাকা

৫৫৬৭. Question

একদিন ঝগড়া ও রাগারাগির একপর্যায়ে আমার স্ত্রীকে বলেছি, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। উক্ত কথা বলার সময় তালাকের চিন্তা আমার মাথায় ছিল না। জানার বিষয় হল, উক্ত কথার কারণে কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়েছে? জানিয়ে উপকৃত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেইকথাটি যেহেতু আপনি তালাকের উদ্দেশ্যে বলেননি, তাই এর দ্বারা আপনার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়নি। আপনাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের ন্যায় বহাল আছে। তবে ভবিষ্যতে এ ধরনের বাক্য উচ্চারণ থেকে বিরত থাকবেন।

-ফাতাওয়া খানিয়া ১/৪৬৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১৯৯; আলবাহরুর রায়েক ৩/৩০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭৬; ইমদাদুল ফাতাওয়া ২/৪১৭

Read more Question/Answer of this issue