মামুনুর রশীদ - পাবনা
৫৫৬৬. Question
এক ব্যক্তির স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে থামানোর জন্য স্ত্রীকে বলে, ‘তুই আমার মায়ের মতো’। একথা বলার সময় ভিন্ন কোনো নিয়ত ছিল না। এতে কি তাদের বিবাহে কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে এখন যদি তারা একসাথে থাকতে চায় তাহলে তাদের করণীয় কি?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি উক্ত বাক্যটি যেহেতু শুধু তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলেছে এবং তার ভিন্ন কোনো নিয়ত ছিল না তাই এর কারণে তাদের বিবাহে কোনো সমস্যা হয়নি। তারা পূর্বের মতোই স্বামী-স্ত্রী হিসেবে বহাল আছে। সুতরাং তাদের একসাথে থাকতে কোনো বাধা নেই।উল্লেখ্য, স্ত্রীকে মা বা মায়ের মত বলা জায়েয নয়। ভবিষ্যতে এমন কথা বলা থেকে বিরত থাকা আবশ্যক।
-কিতাবুল আছল ৫/১০; আলমাবসূত, সারাখসী ৬/২২৮; আলমুহীতুল বুরহানী ৫/১৮৯; তাবয়ীনুল হাকায়েক ৩/২০২; ফাতাওয়া খানিয়া ১/৫৪২; আদ্দুররুল মুখতার ৩/৪৭০