রিমা আক্তার - বরগুনা
৫৫৬৫. Question
গত বছর বিবাহের পর আমার স্বামী আমাকে ঢাকায় নিয়ে আসে। আমরা ছোট একটা বাসায় থাকি। বিবাহের পর থেকে আমার স্বামী আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে আমাকে বায়েন তালাক দিয়ে দেয়। এরপর আমি ইদ্দত পালন শুরু করি। কিন্তু বাসায় জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমার স্বামী থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না এবং আমার স্বামীকে এক্ষেত্রে নিরাপদ মনে হচ্ছে না। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, আমি কি এই পরিস্থিতিতে বাপের বাড়ি গিয়ে ইদ্দত পালন করতে পারব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে হারাম কাজে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকায় আপনার জন্য তালাকদাতা স্বামীর বাসায় থাকা জায়েয হবে না। আপনি পিতার বাসায় গিয়ে নিরাপদে ইদ্দত পালন করতে পারবেন।
উল্লেখ্য যে, বায়েন তালাকের ইদ্দত অবস্থায় তালাকাদাতা স্বামীর সাথেও পূর্ণ পর্দার বিধান রক্ষা করে চলা আবশ্যক।
-আলমাবসূত, সারাখসী ৬/৩৬; শরহু মুখতাসারিত তাহাবী ৫/২৪৮; আলমুহীতুল বুরহানী ৫/২৩৭; ফাতহুল কাদীর ৪/১৬৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; আদ্দুররুল মুখতার ৩/৫৩৭