বশীর আহমাদ - মৌলভীবাজার, সিলেট
৫৫৬৩. Question
আমরা ইংল্যান্ডে থাকি। আমাদের একজন প্রতিবেশী মহিলা বিবাহের পর তার স্বামীর সাথে ঘর-সংসার করেছে, তবে তার কোনো সন্তান হয়নি। ইতিমধ্যে তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। (মাআযাল্লাহ) এখন সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তাই জানতে চাচ্ছি, তার জন্য কি এখন অন্যত্র বিবাহ করা সহীহ হবে, নাকি ইদ্দত পালন করতে হবে। এবং ইদ্দত পালন করতে হলে তার সময়সীমা কতদিন?
Answer
স্বামী মুরতাদ হওয়ার পর তাদের বিবাহ ভেঙে গেছে। এমন ঘটনার পর উক্ত মহিলাকে ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পূর্ণ হওয়া ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে না। ইদ্দতের সময়সীমা হল, ঋতুমতি মহিলার জন্য পূর্ণ তিন ঋতুস্রাব আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত।
-কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ২/৩০৫; আলমাবসূত, সারাখসী ৫/৪৯; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩২১; ফাতহুল কাদীর ৩/২৯৮; আদ্দুররুল মুখতার ৩/১৯৩