আব্দুল্লাহ - মিরপুর, ঢাকা
৫৫৬২. Question
আমি একজন নওমুসলিম, কিছুদিন আগে আমি এবং আমার পরিচিত একটি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। এরপর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বিবাহের সময় আমি কিছু মোহর পরিশোধ করি। বিবাহের পর অনেকদিন আমরা একসাথে থাকি। কিন্তু কিছুদিন আগে আমার স্ত্রী ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে যায়, নাউযুবিল্লাহ। তাই আমি জানতে চাচ্ছি, আমার জন্য কি আমার স্ত্রীর অবশিষ্ট মোহর আদায় করা জরুরি?
দ্রুত সময়ের মধ্যে মাসআলার সমাধান জানানোর অনুরোধ করছি।
Answer
আপনার স্ত্রী ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর বিবাহের পর আপনাদের মাঝে যেহেতু দাম্পত্য সম্পর্ক হয়েছে তাই মহিলাটি পূর্ণ মোহররের অধিকারী হয়েছে। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে তার অবশিষ্ট মোহর আদায় করে দেওয়া আপনার উপর জরুরি।
-আলহাবিল কুদসী ১/৪০১; বাদায়েউস সানায়ে ২/৫৯০; আযযাখীরাতুল বুরহানিয়া ৩/৩৮৭; আলবাহরুর রায়েক ৩/২১৬; আদ্দুররুল মুখতার ৩/১৯৩