মাওলানা আবদুল আউয়াল - ডেমরা, ঢাকা
৫৫৫৮. Question
গতকাল আমি মসজিদে এক ছেলের বিবাহ পড়াই। বিবাহের পর যখন সবাই চলে যায় তখন একজন এসে আমাকে বলে যে, হুজুর, আপনি তো বিবাহের খুতবা পড়েননি। তখন আমারও স্মরণ হয় যে, আসলেই তো খুতবা পড়িনি। জানার বিষয় হল, খুতবা না পড়ার কারণে কি বিবাহের কোনো ক্ষতি হবে?
Answer
বিবাহের আকদের আগে খুতবা পড়া মুস্তাহাব। খুতবা না পড়লেও শুধু সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ সহীহ হয়ে যায়। তাই উক্ত বিবাহ সহীহ হয়েছে।
-বাদায়েউস সানায়ে ২/৪৮৫; উমদাতুল কারী ২০/১৩৪; আলবাহরুর রায়েক ৩/৮১; আদ্দুররুল মুখতার ৩/৮; বাযলুল মাজহুদ ১০/১৪৬