Rabiul Akhir 1443 || November 2021

মুহাম্মাদ আতীক - ফেনী

৫৫৫৪. Question

কয়েক দিন আগে আমার বড় চাচার কাশি হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু ঔষধ লিখে দেন আর বলেন, মাঝে মাঝে তালমিছরি খাবেন। তাই তিনি প্রায় তালমিছরি মুখে দিয়ে রাখেন। কখনো এমন অবস্থায় নামাযে দাঁড়িয়ে যান যে, তাঁর মুখে তালমিছরির বড় টুকরা থাকে, যা চিবানো ছাড়া আস্তে আস্তে গলে পেটে পৌঁছাতে থাকে। তাঁর মাসআলা জানা না থাকায় এরকম করেন। এখন জানার বিষয় হল, এভাবে তালমিছরি মুখে রেখে নামায আদায় করলে কি নামাযের কোনো সমস্যা হয়?

 

Answer

তালমিছরি মুখে রেখে নামায পড়লে যেহেতু এর রস মুখে যাওয়াই স্বাভাবিক, তাই এর দ্বারা নামায নষ্ট হয়ে যাবে। তাই এভাবে তালমিছরি মুখে রেখে যেই নামাযগুলো পড়া হয়েছে তার কাযা পড়ে নিতে হবে।

-মুখতারাতুন নাওয়াযিল ১/৩২৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৩৬; হালবাতুল মুজাল্লী ২/৪২৭; ফাতাওয়া হিন্দিয়া ২/১০২; আলবাহরুর রায়েক ২/১১

Read more Question/Answer of this issue