Rabiul Akhir 1443 || November 2021

জহুরুল ইসলাম - বগুড়া

৫৫৫৩. Question

কয়েকদিন আগে আমাদের মহল্লার মসজিদে মাগরিবের নামায পড়ছিলাম। প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার সময় আমার হাঁচি আসে। আমি অনিচ্ছাকৃতভাবে আলহামদু লিল্লাহবলে ফেলি। নামাযান্তে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনার নামায নষ্ট হয়ে গেছে। ইমাম সাহেবের কথা মতো আমি পুনরায় মাগরিবের নামায আদায় করে নিই। পরে জনৈক আলেমের সাথে সাক্ষাৎ হলে আমি ঘটনাটি তার কাছে বর্ণনা করি। তিনি বলেন, হাঁচি আসার পর আলহামদু লিল্লাহবললে নামায নষ্ট হয় না। তাই আপনার উক্ত নামায সহীহ হয়েছে। এখন বিষয়টি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তাই মুহতারামের নিকট জানার বিষয় হল, প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের কথা সঠিক, নাকি জনৈক আলেম যে কথা বলেছেন সেটিই সঠিক। জানালে উপকৃত হব।

Answer

হাঁচির পর নামাযে আলহামদু লিল্লাহবলা ঠিক নয়। তবে কেউ বলে ফেললে তার নামায নষ্ট হয় না। তাই আপনার প্রথম নামাযই সহীহ হয়েছে। নামায পুনরায় পড়ার প্রয়োজন ছিল না।

উল্লেখ্য, নামাযী ব্যক্তি কারো হাঁচির আলহামদু লিল্লাহ’-এর জবাবে ইয়ারহামু কাল্লাহবললে তার নামায নষ্ট হয়ে যাবে।

-ফাতাওয়া খানিয়া ১/১৩৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৯৮; আলমুহীতুল বুরহানী ২/১৪৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৬৩

Read more Question/Answer of this issue