Rabiul Akhir 1443 || November 2021

আয়েশা খাতুন - পাঁচবিবি, জয়পুরহাট

৫৫৫২. Question

চার রাকাতবিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর কখনো কখনো আমি ভুলে দরূদ শরীফ পড়া শুরু করে দিই। কখনো শুরুতেই মনে পড়ে, কখনো অর্ধেক বা তার চেয়ে বেশি পড়ার পর মনে পড়ে, আবার কখনো পূর্ণ দরূদ শরীফ পড়ে ফেলি, তারপর মনে পড়লে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, তাশাহহুদের পর দরূদ শরীফের কতটুকু অংশ পড়লে সিজদা সাহু ওয়াজিব হবে?

Answer

ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযসমূহের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ اللهم صل على محمد পর্যন্ত পূর্ণবাক্য অথবা তার চেয়ে বেশি পড়লে সিজদা সাহু ওয়াজিব হবে। আর যদি اللهم صل على محمد এই পূর্ণ বাক্য না পড়ে এর চেয়ে কম পড়া হয় তাহলে সিজদা সাহু ওয়াজিব হবে না।

-আলমুহীতুল বুরহানী ২/৩১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়া, পৃ. ৩৩১; আলবাহরুর রায়েক ২/৯৭; রদ্দুল মুহতার ১/৫১০

Read more Question/Answer of this issue