Rabiul Akhir 1443 || November 2021

আলাউদ্দীন - কুমিল্লা

৫৫৪৯. Question

গতকাল আমি মসজিদে এশার নামাযের ইমামতি করি। ভুল করে শেষের দুই রাকাতে আমি উঁচু আওয়াজে সূরা ফাতেহা পড়ে ফেলি। একারণে সাহু সিজদা দিই। তবে বিষয়টি আমার কাছে সুস্পষ্ট নয়। তাই মুহতারামের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার সাহু সিজদা দেওয়া কি সহীহ হয়েছে?

Answer

হাঁ, উক্ত ভুলের কারণে আপনার উপর সাহু সিজদা করা ওয়াজিব হয়েছিল। তাই আপনার সাহু-সিজদার মাধ্যমে নামায শেষ করা যথার্থই হয়েছে।

-কিতাবুল আছল ১/১৯৫; বাদায়েউস সানায়ে ১/৪০৫; আলমুহীতুল বুরহানী ২/৩১১; ফাতহুল কাদীর ১/৪৪১; রদ্দুল মুহতার ২/৮১

Read more Question/Answer of this issue