Rabiul Akhir 1443 || November 2021

মোসাম্মাত ছালমা - কুমিল্লা

৫৫৪৮. Question

কয়েকদিন আগে আমি যোহরের নামায পড়ছিলাম। রুকুতে যাওয়ার আগে কান চুলকাতে গিয়ে হিজাব আলগা হয়ে যায় এবং এক কান থেকে হিজাব সরে যায়। তারপর ওই অবস্থাতেই রুকু আদায় করে কান ঢেকে বাকি নামায শেষ করি। মাসআলা জানা না থাকায় পুনরায় সেই নামায আদায় করি। আমার জানার বিষয় হল, পুনরায় নামায পড়া কি জরুরি ছিল, না প্রথম নামাযটি সঠিক ছিল?

Answer

কান খোলা অবস্থায় রুকু করার দ্বারা আপনার নামায ফাসেদ হয়ে গেছে। সুতরাং পুনরায় ঐ নামায পড়ে ঠিকই করেছেন।উল্লেখ্য, নামাযে মহিলাদের কান সতরের অন্তর্ভুক্ত। তা ঢেকে রাখা ফরয। এক রুকন সমপরিমাণ সময় কোনো কানের চার ভাগের এক ভাগ বা তার বেশি খোলা থাকলে নামায নষ্ট হয়ে যাবে।

-সুনানে আবু দাউদ, হাদীস ৬৪১; তাবয়ীনুল হাকায়েক ১/২৫৬; ফাতহুল কাদীর ১/২২৮; হালবাতুল মুজাল্লী ১/৫৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬২; আদ্দুররুল মুখতার ১/৪০৯

Read more Question/Answer of this issue