Rabiul Akhir 1443 || November 2021

মোসাম্মাত উসাইমা - বগুড়া

৫৫৪৭. Question

আমি যখন বাসায় নামায পড়ি তখন আমার ছোট ছেলে (বয়স আড়াই বছর) আমার কোলে এসে বসে। শরীর জড়িয়ে দাঁড়িয়ে থাকে। সিজদায় গেলে পিঠে ওঠার চেষ্টা করে। কিন্তু তার শরীর ও কাপড়ে প্রায়ই পেশাব ইত্যাদি নাপাকী লেগে থাকে। তাই মুফতী সাহেবের নিকট জানতে চাই যে, উক্ত ক্ষেত্রে আমার নামায নষ্ট হবে কি না? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাচ্চার শরীর বা কাপড়ের নাপাকী যদি আপনার শরীর/কাপড়ে না লেগে থাকে তাহলে আপনার নামায নষ্ট হয়নি। কেননা যে বাচ্চা কোল ধরে রাখতে পারে তার শরীরে নাপাকী থাকলেও একারণে নামাযী ব্যক্তির নামায নষ্ট হয় না। কিন্তু বাচ্চা থেকে যদি নামাযীর শরীরে বা কাপড়ে নাপাকী লেগে যায় এবং এর  পরিমাণ এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি হয় তাহলে তার নামায ফাসেদ হয়ে যাবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/৭৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৫২; শরহুল মুনইয়া, পৃ. ১৯৬; জামিউ আহকামিস সিগার ১/৩২; আলবাহরুর রায়েক ১/২৬৭

Read more Question/Answer of this issue