Rabiul Akhir 1443 || November 2021

আফযাল - বরিশাল

৫৫৪৬. Question

ওযু করার সময় আমার কাপড়ে ওযুর পানি এসে লাগে, কখনো কখনো বুকের অধিকাংশ কাপড় ভিজে যায়। জানার বিষয় হল, আমি কি ঐ কাপড়ে নামায পড়তে পারব, না কাপড় পরিবর্তন করতে হবে?

Answer

ওযুতে ব্যবহৃত পানি নাপাক নয়। তাই এই পানি লেগে  কাপড় ভিজে গেলেও তা নিয়ে নামায আদায় করতে পারবেন। নামাযের ক্ষতি হবে না। তবে সতর্কতার সাথে ওযু করলে কাপড় বা শরীর এতো বেশি ভেজার কথা নয়।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ২০; বাদায়েউস সানায়ে ১/২১২; আলমুহীতুল বুরহানী ১/২৭৬; আলইখতিয়ার ১/৭১; খুলাসাতুল ফাতাওয়া ১/৭; রদ্দুল মুহতার ১/২০০

Read more Question/Answer of this issue