আবদুর রহমান - কেরাণীগঞ্জ, ঢাকা
৫৫৪৫. Question
একদিন নামায শেষে এক ব্যক্তি আমাকে বলল যে, আপনার পায়ে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ স্কচটেপ লেগে আছে। ওযুর সময় যেহেতু লেগে ছিল তাই আপনার ওযু পরিপূর্ণ হয়নি। জানতে চাচ্ছি যে, এতটুকুর কারণে কি ওযু পরিপূর্ণ হয়নি?
Answer
বাস্তবেই ওযুর সময় থেকেই যদি আপনার পায়ে উক্ত স্কচটেপ লেগে থাকে তাহলে আপনার ওযু হয়নি। এখন পায়ের ঐ অংশ ধুয়ে নিতে হবে। অতঃপর উক্ত নামায পুনরায় পড়ে নিতে হবে।
-আলমুহীতুল বুরহানী ১/১৬৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৫; হালবাতুল মুজাল্লী ১/১৫৫; রদ্দুল মুহতার ১/১৫৪