Rabiul Akhir 1443 || November 2021

মুহাম্মাদ জুবাইর আহমদ - বগুড়া

৫৫৪৪. Question

ট্যাপ ছেড়ে পানিতে সরাসরি নাপাক কাপড় ধোওয়া হলে তা পবিত্র করার পদ্ধতি কী হবে? এক্ষেত্রে কি তিনবার নিংড়ানো আবশ্যক?

Answer

কাপড়ে যদি দৃশ্যমান নাপাকী লাগে তাহলে ঐ নাপাকী দূর করে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাকী দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে (যা দূর করা কষ্টকর হয়) তবে এতে কোনো অসুবিধা নেই। এ ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র গণ্য হবে না। আর যদি কাপড়ে এমন তরল নাপাকী লাগে, যা দৃশ্যমান নয় (যেমন পেশাব ইত্যাদি) তাহলে কলের নিচে এমনভাবে ধুতে হবে, যেন নাপাকী দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা সৃষ্টি হয়। তাহলেই কাপড় পবিত্র হয়ে যাবে। আর কলের নিচে ধোয়ার ক্ষেত্রে তিন বার ধোয়া বা নিংড়ানো আবশ্যক নয়; বরং নাপাকী দূরীভূত হওয়াই হল এক্ষেত্রে মূল কথা।

-মুখতাসারুল কুদূরী, পৃ. ১১; আলমুহীতুল বুরহানী ১/৪০; মুখতারাতুন নাওয়াযিল ১/১৫০; আলবাহরুর রায়েক ১/২৩৮; আননাহরুল ফায়েক ১/২৩৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৬৪; আদ্দুররুল মুখতার ১/৩৩৩

Read more Question/Answer of this issue