Rabiul Auwal 1443 || October 2021

মুহাম্মাদ তাকী - চট্টগ্রাম

৫৫৩৪. Question

আমি একজন ব্যবসায়ী। নগদ দুই লক্ষ টাকা দিয়ে আমি গত বছর জুলাই মাসের ১৫ তারিখ থেকে কাপড়ের ব্যবসা শুরু করি এবং তিন মাস পর অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ থেকে আমি তিন তলাবিশিষ্ট একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া শুরু করি। এমতাবস্থায় এ বছর জুলাই মাসের ১৫ তারিখে আমার যাকাতের বছর পূর্ণ হয়েছে।

এখন আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে তিন মাস পর ফ্ল্যাট ভাড়া বাবদ যে টাকা পেয়েছি তার যাকাত কি এখন দিতে হবে? ঐ টাকার উপর তো বছর পূর্ণ হয়নি।

Answer

যেদিন আপনার যাকাতবর্ষ পূর্ণ হয়েছে সেদিন যত টাকা (বা যাকাতযোগ্য অন্যান্য সম্পদ) আপনার হাতে ছিল তার পুরোটার উপর যাকাত আসবে। তাই ফ্ল্যাট ভাড়া বাবদ আপনার কাছে যা জমা আছে এরও এই বছরের যাকাত দিতে হবে। যদিও এই টাকার উপর বছর পূর্ণ হয়নি। যাকাতবর্ষের শুরু ও শেষ নেসাব পরিমাণ সম্পদ থাকলে মাঝে যা যোগ হয় তাও যাকাতের হিসাবে নিতে হয়। সকল টাকার উপর বছর পূর্ণ হওয়া জরুরি নয়।

-কিতাবুল আমওয়াল, আবু উবাইদ, পৃ. ৫০৮; মুখতাসারিত তাহাবী, পৃ. ৪৯; বাদায়েউস সানায়ে ২/৯৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৪; রাদ্দুল মুহতার ২/২৮৮

Read more Question/Answer of this issue