বেলাল হুসাইন - সোনারগাঁও
৫৫৩২. Question
গত রমযানের শেষ দশকে আমি আমাদের গ্রামের মসজিদে ইতেকাফে বসি। আমার নিয়ত ছিল ইতেকাফ পূর্ণ করে মসজিদ থেকে বের হওয়া। কিন্তু পাঁচ দিনের মাথায় আমার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। ফলে কোনো উপায় না পেয়ে ইতেকাফ ছেড়ে তাকে নিয়ে হাসপাতালে যাই।
জানার বিষয় হল, এখন কি আমার উক্ত ইতেকাফ কাযা করতে হবে? কাযা করলে কয়দিন কাযা করব? জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ইতেকাফ ভঙ্গের কারণে এক দিনের ইতেকাফ কাযা করতে হবে। সুতরাং কোনো এক দিন সূর্যাস্তের আগে মসজিদে ইতেকাফের নিয়তে অবস্থান করবেন। পরের দিন রোযা রাখবেন এবং ইফতার পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। এভাবে আপনার ছেড়ে দেওয়া ইতিকাফের কাযা আদায় হয়ে যাবে।
-ফাতহুল কাদীর ২/৩০৮; রদ্দুল মুহতার ২/৪৪৪