Rabiul Auwal 1443 || October 2021

আহমাদুল্লাহ - মৌলভীবাজার, সিলেট

৫৫৩১. Question

আমি ঢাকায় থাকি। গত বছর রমযান মাসে একদিন রাতে খুলনা যাওয়ার নিয়ত করি। কিন্তু ঈদের ভিড়ের কারণে রাতের টিকিট পাইনি। তাই পরদিন সকাল ৭টার বাসে আমি রওয়ানা করি। রাস্তায় মুসাফির হওয়ার কারণে আমি ইচ্ছা করে রোযা ভেঙে ফেলি। এরপর আমার খটকা হয় যে, এভাবে রোযা রেখে ভেঙে ফেলা সহীহ হল কি না। তাই আমি জানতে চাচ্ছি, সফরের কারণে কি আমার ঐ দিনের রোযা ভেঙে ফেলা সহীহ হয়েছে? যদি সহীহ না হয়ে থাকে তাহলে কি কাযা ও কাফফরারা উভয়টি ওয়াজিব হবে, নাকি শুধু ঐ দিনের রোযা করলেই চলবে?

Answer

দিনের শুরুতে মুকীম থেকে পরে সফরে বের হলে উক্ত সফরের কারণে (অন্য কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া) সেই দিনের রোযা ভেঙে ফেলা জায়েয নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার এ রোযা ভেঙে ফেলা সহীহ হয়নি। এখন ঐ রোযা কাযা করে নিতে হবে। তবে এক্ষেত্রে কাফফারা আদায় করা লাগবে না।

-আলমাবসূত, সারাখসী ৩/৬৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৮; তাবয়ীনুল হাকায়েক ২/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬; আলবাহরুর রায়েক ২/২৯০; আদ্দুররুল মুখতার ২/৪৩১

Read more Question/Answer of this issue