Rabiul Auwal 1443 || October 2021

হুসাইন আহমাদ - যশোর

৫৫২৮. Question

কয়েকদিন আগে আসরের নামাযের তৃতীয় রাকাতের পর ইমাম সাহেব ভুলে বসে যান। মুসল্লীদের তাকবীর শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান এবং সাহু সিজদা ছাড়াই বাকি নামায শেষ করেন। কিন্তু পরবর্তীতে একজন আলেমকে বলতে শুনেছি, প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর ভুলে বসে গেলে নাকি সাহু সিজদা ওয়াজিব হয়। এক্ষেত্রে সঠিক মাসআলা জানতে চাই।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা না করাই ঠিক হয়েছে। কেননা প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর যদি অল্প সময় তথা তিন তাসবীহের কম সময় বসার পর ভুল বুঝতে পেরে দাঁড়িয়ে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয় না। আর যদি তিন তাসবীহ পরিমাণ বসে থাকে তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ইমাম সাহেব বসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন তাই সিজদায়ে সাহু ওয়াজিব হয়নি।

-আলমুহীতুল বুরহানী ২/১২৩; রদ্দুল মুহতার ১/৪৬৯, ৫০৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৮; ইমদাদুল আহকাম ১/৬৭৫

Read more Question/Answer of this issue