Rabiul Auwal 1443 || October 2021

নুমান - গুলশান, ঢাকা

৫৫২৫. Question

কিছুদিন আগে এক শুক্রবারে আমরা দুই সাথী খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলাম। আশা ছিল ঢাকায় পৌঁছে জুমার নামায পাব। কিন্তু ট্রেন বিলম্ব করার কারণে আমরা জুমার জামাত পাইনি। কর্মস্থলে পৌঁছে আমরা জামাতের সাথে যোহর নামায আদায় করি। হুজুরের কাছে জানতে চাই, আমাদের জন্য জামাতের সাথে যোহর পড়া কি ঠিক হয়েছে?

Answer

আপনাদের যোহর নামায আদায় হয়ে গেছে। তবে জামাতের সাথে আদায় করা মাকরূহ হয়েছে। কারণ, যেই এলাকায় জুমার জামাত হয় সেখানে জুমা না পেলে যোহর একাকী পড়াই উত্তম; জামাতে পড়া মাকরূহ।

-ফাতাওয়া খানিয়া ১/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৯; আদ্দুররুল মুখতার ২/১৫৭

Read more Question/Answer of this issue