আবদুর রকীব - চট্টগ্রাম
৫৫২২. Question
কিছুদিন আগে আমি মসজিদে মাগরিবের নামায পড়ছিলাম। ইমাম প্রথম রাকাতে কেরাত শেষ করার পর রুকুতে যেতে কিছুটা সময় নেন। আমি বুঝতে না পেরে (কেরাত শেষ হওয়ার পরেই) ইমামের আগে রুকুতে চলে যাই। আমি রুকুতে যাওয়ার পর ইমাম সাহেবও রুকুতে যান। তখন আমি তার সাথে রুকুতে শরীক থাকি এবং ইমামের সাথে যথারীতি নামায শেষ করি।
আমার জানার বিষয় হল, উক্ত অবস্থায় ইমামের আগে রুকুতে যাওয়ার কারণে কি আমার নামায ভেঙে গিয়েছে? উক্ত নামায কি পুনরায় পড়তে হবে?
Answer
না, প্রশ্নোক্ত অবস্থায় ইমামের আগে রুকুতে গেলেও আপনি রুকুতে থাকা অবস্থাতেই যেহেতু ইমামও রুকুতে গিয়েছেন তাই আপনার নামায নষ্ট হয়নি। তবে ইমামের আগে রুকুতে যাওয়া মাকরূহ তাহরীমী হয়েছে। অবশ্য উক্ত নামায পুনরায় পড়তে হবে না।
প্রকাশ থাকে যে, জামাতে নামায পড়ার ক্ষেত্রে রুকু-সিজদা ইত্যাদি ইমামের আগে করা মাকরূহ তাহরীমী। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا.
(জামাতে নামায পড়ার ক্ষেত্রে) ইমাম হল অনুসরণের জন্য। যখন ইমাম রুকু করে তখন তোমরা রুকু করো এবং যখন ইমাম (রুকু থেকে) মাথা উঠায় তখন তোমরা মাথা ওঠাও। (সহীহ মুসলিম, হাদীস ৪১২)
-মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; ফাতহুল কাদীর ১/৪২০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৫৭; মাজমাউল আনহুর ১/২১৩; আলবাহরুর রায়েক ২/৭৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৪৮