আবদুর রহমান - টাঙ্গাইল
৫৫২০. Question
একদিন যোহরের নামাযের শেষ বৈঠকে বসে সন্দেহে পড়ে যাই, এটা চতুর্থ রাকাত না তৃতীয় রাকাত। এই সন্দেহের মধ্যেই আমি التحيات لله والصلوات والطيبات পর্যন্ত পড়ে ফেলি। এরপর আমি দাঁড়িয়ে যাই। পঞ্চম রাকাতে যখন বৈঠকে ছিলাম তখন আমি নিশ্চিত হই যে, আগের রাকাতই ছিল আমার শেষ রাকাত। তখন আমি ষষ্ঠ রাকাত পূর্ণ করে সিজদায়ে সাহু করে নামায পূর্ণ করি। জানার বিষয় হল, আমার ঐ যোহর নামায কি আদায় হয়েছে?
Answer
না, আপনার ঐ যোহরের নামায আদায় হয়নি। কারণ, নামাযের শেষ বৈঠকে পূর্ণ তাশাহহুদ পরিমাণ বসা ফরয। যেহেতু তাশাহহুদ পরিমাণ বসা হয়নি তাই আপনার ঐ যোহর নামায আদায় হয়নি। তা পুনরায় আদায় করে নিতে হবে।
-কিতাবুল আছল ১/২০৮; আলমুহীতুল বুরহানী ২/৩২০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; শরহুল মুনইয়া, পৃ. ২৯০, ৪৬১; আলবাহরুর রায়েক ২/১০২; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৯