Rabiul Auwal 1443 || October 2021

মাওলানা আলী আকবার - কেরাণীগঞ্জ, ঢাকা

৫৫১৯. Question

এক মসজিদে জুমার নামায পড়েছিলাম। নামাযের আগে ইমাম সাহেব যখন খুতবা পড়ছিলেন তখন এক লোক পেছন থেকে সবার ঘাড় ডিঙিয়ে সামনে আসার চেষ্টা করছিল। ইমাম সাহেব খুতবার মাঝেই তাকে বলে উঠলেন, ভাই! যেখানে জায়গা পেয়েছেন বসে পড়ন। এভাবে সামনে আসার চেষ্টা কেন করছেন? আমরা জানি, খুতবার সময় কথা বলা ঠিক নয়। তাহলে কি ইমাম সাহেব কাজটা ঠিক করেছেন?

Answer

খুতবা চলাকালীন মুসল্লিদের কথা বলা জায়েয নয়। কিন্তু খতীবের জন্য প্রয়োজনে কথা বলার অনুমতি আছে। যেমন তাৎক্ষণিক প্রয়োজনে কোনো সৎ কাজের আদেশ কিংবা অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার উদ্দেশ্যে খুতবা অবস্থায় কথা বলা জায়েয আছে।  এটি সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে খতীব সাহেবের জন্য খুতবার মাঝে ঐ ব্যক্তিকে নিষেধ করা ঠিক হয়েছে।

-সহীহ বুখারী, হাদীস ৮৭৮; আলমাবসূত, সারাখসী ২/২৮; উমদাতুল কারী ৬/১৬৮; ফাতহুল কাদীর ২/৩১; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫৬৮; আদ্দুররুল মুখতার ২/১৪৫

Read more Question/Answer of this issue